নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে এই ম্যাচে বদলে গেছে বাংলাদেশের টিম কম্বিনেশন। একাদশে এসেছে পাঁচটি পরবির্তন। বিশ্রাম দেয়া হয়েছে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। পেসার জুটি মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকেও রাখা হয়েছে একাদশের বাইরে।
শেষ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে একটি পরিবর্তন এনেছে ডাচরা, ফিরেছেন বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যানে মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল।