পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম

টাইমস রিপোর্ট
1 Min Read
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের এ কর্মকর্তাকে আগেই দেশে ফিরিয়ে আনা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ ২০ জুন থেকে কার্যকর হবে।

 

এর আগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে দায়িত্ব নেওয়ার ৮ মাসের মাথায় সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। তিনি গত ২২ মে ছুটিতে যান। এরপর থেকে সম্ভাব্য পররাষ্ট্রসচিব হিসেবে আলোচনায় ছিলেন আসাদ আলম সিয়াম। অবশেষে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন।

আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *