নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৌকা’ মার্কাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে এমন প্রশ্ন তোলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সাবেক ছাত্র নেতা।
ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’
তিনি আরও বলেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে অন্তত ছয় দশক ধরে ‘নৌকা’ মার্কায় নির্বাচন করেছে প্রাচীন দল আওয়ামী লীগ। এরমধ্যে ২০১৪ সালসহ বেশ কিছু প্রশ্নবিদ্ধ জাতীয় ও স্থানীয় নির্বাচনেও দলটি ‘নৌকা’ মার্কা ব্যবহার করে।
এছাড়া শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শাসন আমলে পুলিশ বাহিনীসহ বেশ কিছু প্রতিষ্ঠানের মনোগ্রামেও ব্যবহার করা হয় দলীয় প্রতীক ‘নৌকা’।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পুলিশ বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের এসব মনোগ্রাম বাতিল করে তা সংশোধন করেছে।