নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা। এই মিছিলে অংশ নেওয়া তিন জনকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চৌমুহনীতে এ ঝটিকা মিছিলটি বের হয়।
স্থানীয়রা জানান, মিছিলকারীরা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঝটিকা মিছিলটিতে নেতৃত্ব দেন নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের অনুসারী ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাব। তাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এর আগে আওয়ামী লীগের মিছিল-সভা হয়নি বলে জানান স্থানীয়রা।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘মিছিলের খবর আমরা শুনেছি। আমাদের নেতাকর্মীরা সংবাদ পেয় সেদিকে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।’
নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে যায় এবং তিন জনকে আটক করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।