নেত্রকোনায় ৫১৯টি মণ্ডপে চলছে দুগার্পূজার প্রস্তুতি

টাইমস রিপোর্ট
2 Min Read
নেত্রকোনার দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: টাইমস

নেত্রকোনায় ৫১৯ মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর ক’দিন পরেই মর্তে আসছেন দেবী দুর্গা। জেলার সকল মন্দির ও মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজায় আগত ভক্তবৃন্দসহ অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর পুলিশ ও জেলা প্রশাসন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবছর নেত্রকোনায় সর্বজনীন এই উৎসব উদযাপন হয়ে থাকে বর্ণিল আয়োজনে। বাঙালির শ্রেষ্ঠ এ উৎসবকে ঘিরে পাহাড় নদী হাওরের জেলা নেত্রকোনায় বইছে খুশির আমেজ। নদীর ধারে কাশফুল, শরতের আকাশ মনে করিয়ে দিচ্ছে উৎসবের আগাম বার্তা।

প্রতিবছরের ন্যায় এবারও জেলার দশটি উপজেলায় ৫১৯টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা শেষ মুহূর্তের রঙের কাজে নিয়োজিত আছেন। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২ অক্টোবর দশমীর মাধ্যমে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের আয়োজন।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিক সকলকে শারদীয় দুগার্পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সুন্দর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ সবসময় সচেষ্ট থাকবে এবং নেত্রকোনায় এ বছর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে।’

প্রতিবছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মের মানুষেরা পূজা অর্চনা করবে বলে জানান পূজা উদযাপন পরিষদের জেলা সম্পাদক লিটন পণ্ডিত।

পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ জানান, শারদীয় দুগার্পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসহ জেলার ১০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং সনাতন ধমার্বলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে উৎসব উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সকলে মিলে পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার কথা জানিয়ে এ ব্যপারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘দুগার্পূজা সুন্দর সুষ্ঠু ও উৎসবমূখর করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকল মণ্ডপ ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে জেলা ও উপজেলায় আলোচনা সভা করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো নেত্রকোনায় সনাতন ধর্মীয় লোকজনের সাথে সকল ধর্মের মানুষ সুন্দর পরিবেশে সকলে মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবে বলে আমি আশা করি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *