নূরুল হুদাকে হেনন্তার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি ব্লাস্টের

টাইমস রিপোর্ট
2 Min Read
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর লোগো। ছবি: লিংকডইন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, এই ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সোমবার এক বিবৃতিতে জানায়, গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসা থেকে পুলিশ নূরুল হুদাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

ব্লাস্টের বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই কিছু ব্যক্তি সাবেক এই সাংবিধানিক পদধারীকে মারধর করে ও গলায় জুতার মালা পরিয়ে অপমান করে।’

সংস্থাটি মনে করে, এটি মানবাধিকার, মৌলিক অধিকার এবং সংবিধান লঙ্ঘনের জঘন্য উদাহরণ।

ব্লাস্ট আরও জানায়, সংবিধানের ৩১ ও ৩৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী, আইনের আশ্রয় ব্যতীত কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, মর্যাদা বা সম্পত্তির হানি ঘটানো যাবে না এবং কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ করা যাবে না। এ ছাড়া দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় স্বেচ্ছাকৃতভাবে আঘাত করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সংস্থাটি বলেছে, ‘জনসমক্ষে একজন সাবেক সিইসিকে মারধর ও অপমান করা শুধু ব্যক্তিগত অধিকার লঙ্ঘন নয়- এটি বিচারব্যবস্থার প্রতি প্রকাশ্য অবজ্ঞা এবং সামষ্টিক নিরাপত্তার জন্য হুমকি।’

এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সোমবার পৃথক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, ‘এ ধরনের ঘটনা জনতার হাতে আইন তুলে নেওয়ার উৎসাহ জোগায় এবং আইনের শাসনকে দুর্বল করে।’

সংগঠন দুটি নূরুল হুদার প্রতি ‘‘মব’’ সৃষ্টি বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

তারা সাবেক সিইসি কে এম নূরুল হুদার প্রতি অপমানজনক ও সহিংস আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *