সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এজাহারে উল্লেখ করা ৬ আসামির সবাই বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নূরুল হুদার বাসায় অনাধিকার প্রবেশ, মারধর, জুতা পরিয়ে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে করা এ মামলায় ৬ জনের নাম উল্লেখ থাকলেও আসামি করা হয়েছে অজ্ঞাত ২০ জনকে। ইতিমধ্যে এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘
পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সদস্যসচিব হানিফ মিয়া, তুরাগ থানার সভাপতি দুলাল হোসেন, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক সেলিম, উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক কাইয়ুম এবং দলের কর্মী মোজাম্মেল হোসেন ঢালীর নাম রয়েছে।

আসামি হানিফ মিয়াকে সেনাবাহিনী আটকের পর থানায় সোপর্দ করেছে। অন্য আসামিরা পরিস্থিতি বুঝে এলাকা ছেড়েছেন। সরকারের পক্ষ থেকে ‘মব সন্ত্রাসের’ বিরুদ্ধে কঠোর বার্তা পেয়ে পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে কয়েকজন তাকে হেনস্তা করে। গলায় জুতার মালা পরিয়ে তাকে মারপিট করা হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় নূরুল হুদাসহ তিন সংসদ নির্বাচনের সময়কার সিইসি ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে পুলিশ সে মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে।