জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর আক্রমণ একটি শক্তিশালী বার্তা, যা দেশের রাজনৈতিক পরিবেশের বিপরীত পরিণতির দিকে ইঙ্গিত করছে।
তিনি জানান, যদি বর্তমান নিয়ম ও পরিস্থিতি পরিবর্তন না করা যায়, তাহলে তাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এনসিপির বিজয়নগর উপজেলা কমিটির উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে হাসনাত আবদুল্লাহ গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ‘নূরের ওপর আক্রমণটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। তারেক জিয়াকে দেখা গেছে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। খালেদা জিয়ার পরিণতি সবাই জানে, এবং আমাদের জন্যও যদি একই নিয়ম চলে, তাহলে আমাদেরও সে পরিণতি সহ্য করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা শুধু সরকারের বিরুদ্ধে কথা বলার বিষয় নয়, দেশটাকে একটি সুস্থ গণতন্ত্রের পথে পরিচালিত করার বিষয়ে কথা।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার অপরাধে বিএনপি, জামায়াতসহ অনেক দলকেই নির্যাতিত হতে হয়েছে। দেশের মানুষের ওপর এই নির্দয় কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়।’
তিনি জামায়াতে ইসলামের অবস্থান প্রসঙ্গে বলেন, ‘১৯৭১ সালের আগে জামায়াতে ইসলামের অবস্থান স্পষ্ট করা জরুরি এবং তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে, তার জবাবদিহি করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ সংবিধান সংশোধন ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেন।
এনসিপির অন্যান্য নেতারা বৈঠকে আরও বক্তব্য দেন, তাদের মধ্যে ছিলেন যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।