প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সরকার এর তীব্র নিন্দা জানাচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নুরকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, নুরের নাক ও চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং তিনি আধা-চেতনা অবস্থায় আছেন।
চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া প্রয়োজনীয় বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান তিনি।