যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর বর্বর হামলা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি দলের প্রধানের ওপর আক্রমণ।
তিনি বলেন, ‘এমন একটি ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলে কখনো ঘটেনি, যা বর্তমান সরকারের আমলে ঘটেছে। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
রোববার গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘এই হামলা আওয়ামী লীগ সরকারের আমলে কখনো ঘটেনি, তবে দুঃখজনকভাবে এই সরকারই এই ঘটনার জন্য দায়ী।’
তিনি আরও বলেন, ‘যেহেতু হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছে, তাই যেই ব্যক্তি হামলা চালাক না কেন, তার দায়-দায়িত্ব সরকার এড়াতে পারে না। সরকারকেই এর সমাধান করতে হবে এবং বিচার করে ভবিষ্যতে যাতে এমন ন্যক্কারজনক ঘটনা না ঘটে, সেটি নিশ্চিত করতে হবে।’
তিনি অভিযোগ করেন, হামলার পেছনে জাতীয় পার্টির হাত থাকতে পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে, এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ‘মব’ (জনতার গোষ্ঠী) তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি এই হামলার পেছনে থাকতে পারে, যা আসলে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনার অংশ।’
নুরুল হক নূরের ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে আসিফ মাহমুদ সজীব বলেন, ‘নুরের শরীরে মুখ, নাকসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং জানান, ‘যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, সরকার তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে।’