নুরের ওপর হামলায় বিএনপি মহাসচিবের নিন্দা

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না।‘

তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিএনপি সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী এবং এ ধরনের হামলাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।‘

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *