নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে নির্বাচন সঠিক সময়ে হবে। এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা থাকা উচিত নয়।’
রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করার। তিনি আলোচনা করেছেন এবং আলোচনার ফলাফল হলো–গোটা দেশ এখন নিশ্চিত হতে পারে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত গর্হিত ও উদ্বেগজনক। আমরা আশঙ্কা করছি, নির্বাচন বিলম্বিত করার উদ্দেশে এ ধরনের অপতৎপরতা চালানো হতে পারে। তবে এর কোনো সুযোগ নেই। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’