আগামী জাতীয় নির্বাচনে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আমি সারা দেশের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আহ্বান জানাই, বিএনপিকে সমর্থন ও সহযোগিতা করুন।’
‘আমরা বিশ্বাস করি দল-মত, ধর্ম-দর্শন যার যার; রাষ্ট্র সবার। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগে আমরা স্বাধীন ভূখণ্ড ও সত্তা পেয়েছি। একইভাবে ২৪ এর জুলাই-আগস্টের শহীদরা আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন। এ সত্য ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, আমাদের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা রোধ করতে হবে। অতীতে বিভাজনের রাজনীতি হয়েছে, এখন ঐক্যবদ্ধভাবে দেশকে টিকিয়ে রাখা ও এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, আবদুল বারী ড্যানি, জন গোমেজসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির উপদেষ্টা বিজন কান্তি সরকার, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু।