প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের সময় ‘মব কালচার’ কোনো প্রভাব ফেলবে না এবং এটি আইনশৃঙ্খলার ওপর কোনো ক্ষতি সাধন করতে পারবে না।
সিইসি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুজব এবং মব কালচার নিয়ে আলোচনা করেছি।’
সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
বৈঠকে ‘মব’ নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন এখনো কিছুটা সময় বাকি আছে। যখন ৩০০ আসনে একদিনে নির্বাচন হবে, তখন যারা মব তৈরি করতে চাইবে, তারা দেখবে যে নির্বাচনের এলাকায় তাদের কোনো প্রভাব থাকবে না। কারণ, এত বেশি লোক একসঙ্গে এক জায়গায় থাকবে না এবং ঢাকা শহরও খালি হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচন আমাদের দায়িত্ব, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সমর্থন দিয়ে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকবে।’
এ সময় সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের পূর্বে অনেকবার এই ধরনের আশঙ্কা শুনেছি, কিন্তু যখন নির্বাচন আসে, তখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে। কারণ, সবাই চায় যে নির্বাচনটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হোক।’
চার্জ দ্য অ্যাফেয়ার্স গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও কথা বলেছেন। সিইসি বলেন, ‘আমি তাকে বলেছি, আমাদের দেশে গুজব ছড়ানোর একটা প্রবণতা আছে। আমরা গুজবের বিরুদ্ধে কাজ করছি এবং আমরা জনগণকে গুজবে কান না দিতে আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচনের পুরো প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব এবং এটি বাস্তবায়নে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, বাজেট এবং অন্যান্য সরকারি সহায়তা প্রয়োজন। ৯৫ শতাংশ সরকারি লোকপবল নির্বাচনের ফলাফলে পক্ষ নেয় না, কারণ সরকার প্রধান কোনো দলের নয়। তবে তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন।’
এসময় সিইসি কালো টাকার প্রসঙ্গেও বলেন, ‘এটা একেবারে বন্ধ করা সম্ভব নয়, তবে আমরা ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে কাজ করছি। আমি আশাবাদী, আমরা দেশের জনগণের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে সক্ষম হব।’
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আসবে বলে আশা প্রকাশ করে সিইসি বলেন, ‘আমার বিশ্বাস, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে একত্রে কাজ করবে এবং দেশের উন্নতির জন্য কাজ করবে।’