নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিলেন ইউনূস

টাইমস রিপোর্ট
2 Min Read
ছবি: সিএ গভ
Highlights
  • 'এখন (বিদ্যুৎ সরবরাহের) একটা মানদণ্ড তৈরি হয়েছে। এটা যেন সারা বছর ধরে বজায় রাখা যায়, সে চেষ্টাই করতে হবে।'

সারাবছর দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধান উপদেষ্টা এবারে ‘ঈদুল ফিতরে নির্বিঘ্ন যাত্রা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত’ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত ঈদ নিয়ে সবাই শুধু প্রশংসাই করছেন। সবাই বলছেন, এবারের ঈদ ছিল চমৎকার।’

ইউনূস আরও বলেন, ‘এখন (বিদ্যুৎ সরবরাহের) একটা মানদণ্ড তৈরি হয়েছে। এটা যেন সারা বছর ধরে বজায় রাখা যায়, সে চেষ্টাই করতে হবে।’

বৈঠকে কর্মকর্তাদের নেতৃত্ব দেন জ্বালানি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফউজুল কবির খান। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, ঈদে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় নয়, বরং একটি সমন্বিত টিম হিসেবে কাজ করেছেন তারা।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘যখন আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে যাই, সেটি ছিল নোংরা ও বিশৃঙ্খল—একটি বিশাল মূত্রালয়ের মতো। এরপর আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এ সমস্যার দ্রুত সমাধান করি।’

উপদেষ্টা ফউজুল কবির খান জানান, তারা কেউই ঈদের ছুটিতে বাড়ি যাননি। ঈদের সময় মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য সবাই মাঠে ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ সায়থীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর শীর্ষ কর্মকর্তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *