অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর রোববার রাতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা হয়েছে বলে জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এক বিবৃতিতে শফিকুল আলম বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও এগুলোর ব্যবহার অবশ্যই দায়িত্ব এবং সম্মানের সাথে হতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের আচরণের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মধ্যে সন্ত্রাসী ও সহিংসতার ধারাবাহিকতা পুনরায় প্রকাশিত হয়েছে, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’
প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রতিবাদে সহিংসতা এবং ত্রাস সৃষ্টি কখনোই গণতন্ত্রের অংশ হতে পারে না। আমরা সবার প্রতি আহ্বান জানাই, সম্মানজনক ও, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।’
‘বাংলাদেশে আন্দোলনের শক্তি কখনও উগ্রতায় নয়, বরং শৃঙ্খলা, মর্যাদা ও দায়িত্বের মধ্য দিয়ে পরিমাপ করা হয়। আমাদের অতীতের শিক্ষাগুলো থেকে আমরা শিখে, ভবিষ্যতে সহিংসতা ও উস্কানি পরিহার করতে হবে,’ বলেন তিনি।