গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের চেয়ে মাত্র ৩০ রানে পিছিয়ে ছিল শ্রীলংকা। কামিন্দু মেন্ডিস আর মিলান রথনায়েকে যেভাবে ব্যাট করছিলেন, তাতে লিডের পথেই ছিল লংকানরা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুর দিকে একই ওভারে কামিন্দু মেন্ডিস আর থারিন্দু রথনায়েকের উইকেট নিয়ে ভেলকি দেখালেন স্পিনার নাঈম হাসান। শেষ চার উইকেটের তিনটিই নিয়েছেন এই অফ স্পিনার। পেয়েছেন পাঁচ উইকেট।
বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ৪৮৫ তে অল আউট হয়েছে শ্রীলংকা, বাংলাদেশ পেয়েছে ১০ রানের লিড। এ নিয়ে তৃতীয়বার শ্রীলংকার মাঠে তাদের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ।
ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট পেলেন নাঈম, শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও দেশের বাইরে যা প্রথম। নাঈমের সাথে দারুণ বল করেছেন পেসার হাসান মাহমুদও। লাঞ্চ ব্রেকের পর মিলান রথনায়েকেকে বোল্ড করে মূলত শেষের শুরুটা করেন এই ডানহাতি পেসার। এর আগে দিনের শুরুতে কুশাল মেন্ডিসের উইকেটও নিয়েছেন তিনি, লিটনের দারুণ এক ক্যাচে। তৃতীয় দিনের শেষে ডাবল সেঞ্চুরির পথে থাকা পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে দলে স্বস্তি ফেরানো হাসান এই ইনিংসে নিয়েছেন তিন উইকেট।
তৃতীয় দিনের মতো চতুর্থ দিনের প্রথম সেশনেও বেশ ভালো গতিতে রান তুলেছে শ্রীলংকা। ৩১ ওভারে ৯৭ রান তুলে হারিয়েছে দুই উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা ও কুশাল মেন্ডিসের দুই উইকেটই ছিল বাংলাদেশের সাফল্য। এরপর অবশ্য আরো একটা সুযোগ তৈরি করেন স্পিনার তাইজুল। কিন্তু নিজের বলে ফিরতি ক্যাচ ধরতে না পারায় জীবন পেয়ে যান মিলান। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মাথার ওপর ওঠা বল লাফিয়েও হাতে রাখতে পারেননি তিনি।