নাইক্ষ্যংছড়িতে অপহৃত সেই শিশু উদ্ধার

টাইমস ন্যাশনাল
1 Min Read
পাহাড়, অরণ্য, ঝর্ণাধারায় নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম। ছবি: পিক্সেল

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম নাইক্ষ্যংছড়িতে অপহরণের তৃতীয় দিনে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রবাসীর শিশু পুত্র বাপ্পি (৭)।  র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ দল টানা অভিযান মিয়ানমার সীমান্ত থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার বাড়ি থেকে সাত বছর বয়সী শিশুটিকে অপহরণ করে সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসীরা। শিশু বাপ্পির বাবা সাবুল কাদের সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা প্রথমে ১০ লাখ টাকা এবং পরে তা কমিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় শুক্রবার রাত ১২টার পরে নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল অপহৃত শিশুটিকে উদ্ধার তৎপরতা চালায়। পরে রুহুল আমিন (২০) নামক আসামির কবল থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তার রুহুলের বাবা মো. হাসেম, তার বাড়ি কক্সবাজারের রামুর ৬ নম্বর ওয়ার্ডের বৌঘাটায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, শিশু অপহরণের বাকী আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *