ঢাকাই সিনেমায় অ্যাকশনকে জনপ্রিয় করা নায়ক রুবেল। একসময়ের এ শীর্ষ নায়ক নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ওস্তাদ মিজানুর রহমান শামীম পরিচালিত ছবিটির নাম ‘মার্শাল কিং’। এটি প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।
প্রযোজনা সংস্থা থেকে জানা গেছে, ছবিটি কয়েকটি পর্বে নির্মিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এর প্রথম পর্ব আগামী অক্টোবরেই বড় পর্দায় আসতে যাচ্ছে। পরিচালক নিজেই তার ফেসবুক পেজে শুটিং শুরুর কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে এ খবর জানান। ছবিতে রুবেল ছাড়া আরও আছেন চিতা, মার্শাল জনিসহ আরো অনেক পরিচিত মুখ।
রুবেলকে অনেকেই প্রখ্যাত অভিনেতা ব্রুস লির বাংলার প্রতিচ্ছবি মনে করতেন। কারণ, তিনি সিনেমায় অস্ত্র ছাড়াই দুর্ধর্ষ সব মারামারির দৃশ্য উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করতেন। তার বেশির ভাগ ছবিই ছিল ব্যবসাসফল।
১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্মগ্রহণ করেন রুবেল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০টি সিনেমায়, আর দুই বাংলার প্রায় ৫০ জন নায়িকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন।