নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের ইকরামুল মোল্যার সন্তান।
পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, রোববার বিকালে তাদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘেরপাড়ে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় খেলা করছিল আমেনা ও নাফিস। তাদের বাবা ইকরামুল শিশুদের বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু তারা বাড়ি না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে।
পরে দীর্ঘসময় সন্তানদের খুঁজে না পেয়ে তাদের মা চারদিকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘের থেকে আমেনা ও নাফিসের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’