নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে পৌরসভার আলামুন্সির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ, এএসআই আবুল হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়। পরে উদ্ধার করা মোটরসাইকেলসহ আসামিদের থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেনইতনা গ্রামের তনু মোল্যা, পাংখারচরের সাবেক নৌবাহিনীর সদস্য কাজি অমিত, যশোরের ঝিকরগাছার শামীম রেজা, কুল্লা গ্রামের শাওন রহমান, সোনাপুর গ্রামের সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান, গোপালগঞ্জের কাশিয়ানির আলামীন হোসেন ও মোকলেস শেখ, ঝিনাইদহের কালীগঞ্জের মো. মাসুদ রানা এবং একই উপজেলার পুলিশ সদস্য মো. এজাজ আহম্মেদ। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর থানার কাটিয়া ফাঁড়িতে কর্মরত।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া সবাই ডাকাতির প্রস্তুতির সময় একত্র হয়েছিল। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।’

লোহাগড়া থানায় এ বিষয়ে একটি মামলা (নম্বর: ২, তারিখ: ২ আগস্ট ২০২৫) রুজু করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *