‘বাংলা সাহিত্যে সেই আদি চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি কেউ নজরুল ও রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেননি। এসব কারণে নজরুল-রবীন্দ্রনাথ সমাজে সবসময়ই প্রাসঙ্গিক।’
রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশিষ্টজনের আলোচনায় উঠে আসে এসব কথা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে সোমবার সন্ধ্যায় জাতীয় যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতনের শিল্পীরা নাচ ও সমিতির সদস্যরা গান পরিবেশন করেন।
আলোচনা করেন অধ্যাপক তারিক মনজুর, গবেষক জাকির হোসেন, বাচিক শিল্পী টিটু মুন্সী, কবি মোহন রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সভাপতি হাফিজুর রহমান ময়না ও মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সমিতির নির্বাহী কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।