ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনে নগরভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। রোববার সকাল থেকে নগরভবনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এ সময় নগরভবনের প্রধান ফটকে দ্বিতীয় দিনের মতো তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে পকেট গেট খোলা রয়েছে। ঘেরাওয়ের কারণে আবারো ভবনে প্রবেশ করতে বাধাগ্রস্ত হন সেবাগ্রহীতারা।
বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা বিক্ষোভকারীরা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, জনগণের ভোটে নির্বাচিত ইশরাককে অবিলম্বে শপথ পড়ানো না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
ইশরাক সমর্থকরা জানান, গেজেট প্রকাশের পরও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে তারা রাস্তা নেমেছেন।
এরআগে শনিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘৩০ দিনের মধ্যে মামলা হলেও তাপস প্রভাব খাটিয়ে তা আটকে রাখেন। আদালত সব বিবেচনায় আমাকে বৈধ ঘোষণা করেছে। রায় মানতে যারা আপত্তি করছেন, তারা আদালত অবমাননা করছেন।’
‘গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও আমাকে শপথ পড়ানো হয়নি। আমরা প্রস্তুত রয়েছি’, যোগ করেন তিনি।
২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ফজলে নুর তাপস বিজয়ী হলেও ট্রাইব্যুনাল গত মার্চে সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ ঘোষণা করে। ২২ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।