‘ধোঁকা’ নিয়ে আসছেন সজল

আহমেদ জামান শিমুল
3 Min Read
সজল নূর। ছবি: সংগৃহীত

দুই দশকের ক্যারিয়ারে শোবিজের এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিভার স্বাক্ষর রাখেননি সজল নূর। র‍্যাম্প, টিভি নাটক, ওয়েব ফিল্ম, সিরিজ, চলচ্চিত্র সব জায়গায় কাজ করেছেন তিনি। শোবিজে দীর্ঘদিন ধরে কাজ করলেও কাজের বাইরে খুব বেশি আলোচনায় দেখা যায় না তাকে। তবে ভিউ আর ট্রেন্ডিংয়ের যুগে আলোচনায় না থাকলেও নিজেকে নতুন করে আবিষ্কার করে নিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা সম্প্রতি চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন।

গেল ঈদুল ফিতরে ‘জ্বীন ৩’ মুক্তির পর চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছু ছবিতে। সম্প্রতি তিনি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত ছবিটির নাম ‘ধোঁকা’।

পরিচালক রোমান শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক আলাপচারিতায় টাইমস অব বাংলাদেশের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ লিখছেন আসাদ জামান। শুটিং শুরু হবে এ ডিসেম্বরে।

তিনি বলেন, সজল ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমার পরিচালনায় এর আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। দুর্দান্ত একজন অভিনেতা তিনি। তাই এ ছবির ব্যাপারে ভাবতে শুরু করি তখন থেকেই ওনাকে নেওয়ার চিন্তা করি।

ছবির গল্প কিংবা সজলের বিপরীতে কে অভিনয় করছেন তা জানাতে রাজি নন পরিচালক। শুধু বলেন, ‘আমাদের গল্প ত্রিভুজ প্রেমের। আর এ মুহূর্তে গল্প, চিত্রনাট্য লেখা চলছে। তা অন্য কাস্টিং নিয়ে খুব একটা ভাবি নাই।’

ছবিটি অভিনয়ের ব্যাপারে সজল খুব বেশি জানাতে চাইলেন না। শুধু বললেন, ‘কথা চলছে ছবিটি নিয়ে।’

সজল যোগ করেন, ‘ভিন্ন ধরনের গল্প আমার কাছে আসছে। এগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমি। ভিন্নভাবে দর্শক আমাকে দেখবেন। সহশিল্পী হিসেবেও সময়ের আলোচিত নায়িকারা রয়েছে। এখন কোনো কিছুই বলতে চাই না। আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায়, সব ঠিক হওয়ার পরও অনেক কারণে অনেক কাজ আটকে যায়। সেসব অভিজ্ঞতার মধ্যে যেতে চাই না। যে কারণে বলার মতো সময় হলেই আমি সব জানাব।’

চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুতে তিনি বাণিজ্যিক ধারার বাইরে অভিনয় করেছেন। তবে ‘জ্বীন ৩’ মুক্তির পর তাকে দেখা যাচ্ছে ‘নায়ক’ হিসেবে। নায়কের মত ভারী শব্দের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি নিজের সঙ্গে তিনি চ্যালেঞ্জ নিয়েছেন সজল। তিনি বলেন, ‘দর্শকেরা সম্প্রতি নাচ–গানপূর্ণ সিনেমায় দেখে নায়ক প্রসঙ্গে কথা বলছেন। যে কারণে বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে। নাচ, মারপিট, সিনেমার জন্য অভিনয় রপ্ত করতে হচ্ছে।’

সজল সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘শাপলা শালুক’-এর। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। রাশেদা আক্তার পরিচালিত ছবিটিতে তার বিপরীতে আছেন বুবলী। আরও বেশ কিছু ছবির কথা চললে বলে জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *