‘দ্য টাইমস অব বাংলাদেশের’ নতুন যাত্রা

টাইমস রিপোর্ট
1 Min Read

‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। সবার আগে দেশি-বিদেশি সংবাদ উপহার দেবে পত্রিকাটি।

সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তারিত বিবরণ নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।

‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘ টাইমসের সম্পাদকীয় নীতিমালা নিজস্ব চেতনার অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।’

দৈনিকটি রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতিসহ নানা বিষয়ে পাঠকদের জন্য বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে পাঠকদের চিন্তার খোরাক জোগাবে।

ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন।

মুদ্রিত সংস্করণ ছাড়াও থাকছে অনলাইন সংস্করণ ও ই-পেপার। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাইমস পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেবে যেকোনো সংবাদ।

একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকের সমন্বয়ে তৈরি টিম টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *