রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে রোববার সকাল ১১টার দিকে শুরু হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশগ্রহণ করেছেন। বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সম্পর্ক এবং দু’দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, বাংলাদেশে তার সফরের প্রথম দিনে শনিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন। পরে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন তিনি।
এ দিন বিকালে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গুলশানে তার বাসায় যাবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তার ঢাকা সফরের প্রথম দিনে, বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং রাজনৈতিক পরিসর বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাকিস্তান তাদের সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানা গেছে।