দেশে স্বর্ণের দামে রেকর্ড

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে কার্যকর এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, ১ সেপ্টেম্বর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা করেছিল, যা কার্যকর হয় ২ সেপ্টেম্বর থেকে। সেই হিসেবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও নতুন রেকর্ড তৈরি হলো।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ইতোমধ্যেই ৪৯ দফায় স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল।

যদিও স্বর্ণের দামে ওঠানামা চলছে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ হাজার ৭২৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *