‘দেনা পাওনা’ দিয়ে বড়পর্দায় প্রভা

টাইমস রিপোর্ট
2 Min Read
সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে ‘দেনা পাওনা’ নামেই সিনেমা নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার।

এর আগে বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত রাজি হননি প্রভা। এবার ‘দেনা পাওনা’ দিয়েই শুরু হচ্ছে তার চলচ্চিত্রযাত্রা। শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের একটি শুটিং হাউজে সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। প্রভার বিপরীতে অভিনয় করছেন ইমন, যিনি দ্বিতীয় লট থেকে শুটিংয়ে যুক্ত হবেন বলে জানিয়েছেন পরিচালক।

গল্পে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। আর প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং এর পরবর্তী করুণ পরিণতি নিয়েই আবর্তিত হবে কাহিনি।

চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে প্রভা বলেন, ‘অনেকবার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এলেও নানা কারণে করতে পারিনি। কখনও শুটিংয়ের আগমুহূর্তে বাদ পড়েছি, কখনও পারিবারিক কারণে রাজি হইনি। তবে অনেক আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। আগেভাগে জানাতে চাইনি, পলিটিক্সের ভয়ে। অবশেষে শুটিংয়ে অংশ নিয়ে আনন্দের খবরটি সবাইকে জানালাম।’

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমার দুটি বিষয় নিয়ে আলাদা টান আছে, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের গল্পে চলচ্চিত্র নির্মাণ করেছি। এবার রবীন্দ্রনাথের গল্পে নির্মাণ করছি ‘দেনা পাওনা’। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো।’

মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন অভি, মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, সুমনা সোমা, মান্নাত, সাব্বির আহমেদ, সিনথিয়া প্রমুখ। সঙ্গীতায়োজন করছেন সংগীত পরিচালক শেখ সাদী খান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *