ভারতে পাচারকালে সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির টহল দল তাকে আটক করে।
আটক ওই ব্যক্তির কাছ থেকে ৮টি সোনার বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম মোমিন উদ্দিন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মণ্ডলের ছেলে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৬৯/২-এর কাছ থেকে মোমিন উদ্দিনকে আটক করে। মোমিন ওই স্বর্ণ ভারতে পাচারের জন্য বহন করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা জেলা কোষাগারে জমা রাখা হয়েছে। আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।’