গেল বছরের সর্বাধিক ব্যবসাসফল ছবি ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ছবিটির আইটেম গান ‘দুষ্টু কোকিল’। কনার কণ্ঠে সে সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটি এবার নতুন মাইলফলক অর্জন করেছে, যা ইউটিউবে ৫০ কোটি ভিউ পার করল।
‘তুফান’ প্রযোজক এসভিফ ও চরকির ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ পায় ২০২৪ সালের ২৬ জুন। দুই চ্যানেল মিলেই ভিউয়ের এ মাইলফলক অর্জন করে গানটি। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারের বেশি। এসভিএফ ইউটিউব চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ ভিউ। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০ কোটির বেশি, যা দেশীয় সিনেমার গানের জন্য দ্রুততম সময়ে সেরা সাফল্য।
গানটিতে কনার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটিতে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী। তাকে দেখেই প্রেমে পড়ে যান ছবির নায়ক শাকিব খান।
গানটির দৃশ্য ধারণ করা হয়েছিল কলকাতায়। শুটিংয়েও উপস্থিত ছিলেন আকাশ সেন। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘শুটিংয়ের দুই দিন আগেই রায়হান রাফী আমাকে নিমন্ত্রণ করেন। সেখানে গিয়েই শাকিব খান ভাইকে মেসেজ করি। সারাদিন তার সঙ্গে ছিলাম। তিনি আমাকে এত ভালোবাসা ও আদর দিয়েছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। সারাজীবন আমার মনে থাকবে।’
‘তুফান’-এ শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। ছবিতে শাকিব-মিমি ছাড়াও আছেন নাবিলা, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। বর্তমানে ছবিটি ওটিটিতে দেখা যাচ্ছে।