চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী এই তিনদিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে দূর্গাপুজায় নিরাপত্তা জোরদার, প্রতিমা ভাঙচুর বন্ধ এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেনা টহলের দাবিও জানানো হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দাবিগুলো জানানো হয়।
মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হয়। কিন্তু বর্তমানে মাত্র দুইদিন সরকারি ছুটি থাকে। ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন না। তাই সরকারের কাছে অবিলম্বে দুর্গাপূজায় তিনদিন ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ‘দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। আগের বছরগুলোতে পূজার আগে ও পরে সনাতন সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে চলতি বছর চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।’
সংবাদ সম্মেলনে পূজার সময় দেশব্যাপী নিরাপত্তা জোরদার এবং প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারের খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেন সংশ্লিষ্টরা। এছাড়া গত বছরের মতো এবারও দেশজুড়ে সেনাবাহিনীর টহল নিশ্চিত করা, নিরাপত্তা তদারকির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করার কথা জানানো হয়েছে।