দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা রোধে দলের নেতাকর্মীসহ জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের সারা দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।’ বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ৩০ সেপ্টেম্বর মহানবমী ও ১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দল ও জনগণকে সজাগ থাকতে হবে। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্যে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সমান স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তা সহকারে পূজার আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে, সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায় এবং বিএনপির নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশে যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা মহিমান্বিত মর্যাদায় উদযাপিত হয়ে আসছে। কখনো কখনো কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে করা হয়।’
সবাইকে এই দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।