দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

টাইমস ন্যাশনাল
1 Min Read
দিনাজপুরে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ। ছবি: টাইমস

দিনাজপুরে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মো. মমতাজ উদ্দীন। তিনি কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীন।

সদর উপজেলা জামায়াতের আমির মো. মেহরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি নুরুল্লাহ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য খুরশীদ আলম ও ৬নং ইউনিয়নের আমির হাবিবুল্লা বেলালী।

এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *