দল নিবন্ধনের সময় বাড়াল ইসি

admin
By admin
2 Min Read
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ছবি: ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে দুই মাস সময় বাড়ানোর তথ্য জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ‘বেশ কিছু দল যেমন নিবন্ধনের জন্য আবেদন করেছে, তেমনি অনেকগুলো দল সময় বাড়ানোর আবেদন করেছে।’

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আর ২০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এর আগে ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০ এপ্রিল আবেদনের সময়সীমা ঠিক করে দেয়।

এরইমধ্যে নবগঠিত এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য চিঠি দেয়। নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবিতে আরও অনেক দল কমিশনে আবেদন করেছে।

রোববার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রায় দুই ঘণ্টা বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। তারা নিবন্ধনের সময় বাড়ানোসহ একগুচ্ছ দাবি জানায়।

ইসি সূত্র জানায়, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৪৬টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। আর এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি।

নিবন্ধন চেয়ে আবেদন করা দলের মধ্যে রয়েছে বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)। এর বাইরে কয়েকটি আবেদন বিবেচনাধীন আছে বলে জানা যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *