জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি ‘আইসক্রিম’ নির্মাণের পরে আর কোনো চলচ্চিত্রই বানাননি। নাটকের এক সময়ের ব্যস্ত এ নির্মাতা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-র প্রধান নির্বাহী। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ঘোষণা দিয়েছিলেন ‘দম’ নির্মাণ করবেন। রনির তৃতীয় ছবিটির প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর নামও জানানো হয়।
দেশের পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে চঞ্চল হয়তো ছবিটিতে থাকছেন না। তবে রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল দুজনেই টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন, চঞ্চল চৌধুরী থাকছেন ‘দম’-এ।
রেদওয়ান রনি বলেন, ‘অনেক দিন আগে ছবিটির ঘোষণা দিয়েছি। বেশ বড় একটা গ্যাপ হয়ে গেছে। সবকিছু নতুন করে করতে হচ্ছে। অনেক কিছুই পরিবর্তন আনতে হচ্ছে। তবে এতটুকু আমি আপনাকে নিশ্চিত করতে পারি চঞ্চল চৌধুরী থাকছেন প্রধান চরিত্রে।’
তিনি আরও বলেন, ‘আমরা ছবিটির একটি চিত্রনাট্য আগে করেছিলাম। তখন করলে হয়তো সে চিত্রনাট্যেই করে ফেলতাম। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা গল্প আরও বড় পরিসরে ভাবচ্ছি। বলতে পারি, গল্প আগের চেয়ে সমৃদ্ধ হচ্ছে।’
একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হবে। রনি বলেন, ‘এটিকে বলতে পারেন টিকে থাকার লড়াইয়ের গল্প। এতে কিছুটা আন্তর্জাতিক কানেকশন আছে। যেটি আমরা পরে আনুষ্ঠানিকভাবে জানাবো। আরেকটু যদি বলি, তাহলে বলবো সাধারণ মানুষের মধ্যে যে শক্তি রয়েছে সে শক্তির গল্প তুলে আনা হচ্ছে ছবিটিতে।’
তিনি জানান, গল্প ও চিত্রনাট্য না শুধু চঞ্চল চৌধুরীর সঙ্গে আরও অনেকেই যুক্ত হচ্ছে। আরও অনেক চমক থাকছে ছবিটিতে। শোনা যাচ্ছে এ চমক হিসেবে ছবিটিতে থাকছেন আফরান নিশো। তার থাকা না থাকার বিষয়টিতে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি রনি। শুধু বলেন, ‘চমক তো চমকই। সময় হলে সবাই তা জানতে পারবে।’
অভিনেতা চঞ্চল চৌধুরী জানান, ছবিটি শুরু করার পরিকল্পনা চলচ্ছে এটা প্রযোজনা সংস্থা থেকে তাকে জানানো হয়েছে। গল্প পরিবর্তন কিংবা নতুন কেউ থাকছে কি না এ ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না।
ছবিটি নিয়ে এর আগে চঞ্চল বলেছিলেন, এত বড় ক্যানভাসে উনি কাজ করেননি। ছবিটিতে অভিনয়ের আগে পরিচালক রনি তাকে বড় করে একটা দম নিতে বলেছেন।
ছবিটি প্রযোজনা চরকি ও এসভিএফ আলফা আই স্টুডিজ। আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে ছবিটি বানানো হবে। তাহলে শুটিং কবে শুরু হবে?
আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা দম করছি, ছবিটি হচ্ছে এটা নিশ্চিত করতে পারি। কিন্তু কবে শুটিং বা চঞ্চল ছাড়া অন্য কাস্টিং কারা তা মন্তব্য করার সময় মনে হয় এখনো হয়নি।’