তৌসিফ-তটিনীর ‘ব্রেকিং নিউজ’

টাইমস রিপোর্ট
2 Min Read
'ব্রেকিং নিউজ'-এর দৃশ্যে তৌসিফ ও তটিনী। ছবি: প্রযোজনা সংস্থার সৌজন্যে

মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ব্রেকিং নিউজ’। রচনা ও পরিচালনা করেছেন ইমরোজ শাওন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও তটিনী।

গল্পে দেখা যাবে, ইফতি দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। আতংকের এক নাম। দেশের বড় বড় ক্রাইম যেমন কিডন্যাপ, প্রতিষ্ঠান দখল, বড় বড় টেন্ডার দখল, এমনকি বিগশট মার্ডারের সাথে তার সম্পৃক্ততা সবাই জানে। কিন্তু কে এই ইফতি তা প্রশাসন খুজে বের করতে পারেনি। ইফতির একটি গ্যাং আছে, তারা কে কোথায় থাকে কেউ জানেনা। শুধু ইফতির ইনফরমেশনে সবাই এক হয় একটি বাড়িতে।

ইফতি খুব স্মার্ট আর সবসময় শ্যুটেড বুটেড থাকে। একদিন একটি ক্রাইম করে তারা বের হয়ে আসে আর সেখানে উপস্থিত হয় ক্রাইম রিপোর্টার মারিয়া মম। সে দেশের নামকরা চ্যানেল নিউজ সেভেন-এর ক্রাইমওয়াচ প্রোগ্রামের সঞ্চালক ও রিপোর্টার। রাতে ইফতি টিভির সামনে বসে টিভি দেখছে। আর তখন চ্যানেল সেভেন-এর ক্রাইমওয়াচ অনুষ্ঠানটি চোখে পড়ে। সেখানে আজকের ঘটনাটি সম্পর্কে বলা হচ্ছে। মারিয়া বারবার এই ক্রাইমে ইফতির জড়িত থাকার ব্যাপারটি ফলাও করে বলছে আর পুলিশকে প্রশ্ন করছে কেন ইফতিকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না।

একদিন ইফতি তার গ্যাংকে বলে মারিয়াকে তুলে নিয়ে আসতে। এক ঘন্টার মধ্যে মারিয়াকে চোখ বেঁধে তুলে আনা হয়। ইফতির সামনে একটি চেয়ারে বসানো হয়। চোখ খোলার পর মারিয়া ইফতিকে দেখে চিৎকার করে বলে তাকে কেন এখানে তুলে আনা হয়েছে। ইফতি বলে সে সামনে থেকে তার লাইভ দেখতে চায়। রাগে ক্ষোভে মারিয়া বলে এর ফলাফল ভালো হবে না। ইফতি শুধু হাসে আর মারিয়াকে দেখে। এরপর থেকে বদলে যেতে থাকে গল্প।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *