তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রচণ্ড গরমে সামান্য স্বস্তির সন্ধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোলা সাম্প্রতিক ছবি: ফোকাস বাংলা

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বার্তা সংস্থা ইউএনবি জানায়,  স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের দেওয়া নির্দেশনায় ‘অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বাইরে যেতে হলে ‘মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা’ করতে হবে।

তীব্র তাপপ্রবাহে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরা, সম্ভব হলে একাধিকবার গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ানো ও  গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের, বিশেষভাবে সাবধান থাকার কথা বলা হয়েছে।
এছাড়া ১৬২৬৩ টেলিফোন নম্বরে ‘স্বাস্থ্য বাতায়নে’ যোগাযোগ করেও পরামর্শ নেওয়া যেতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *