তিন মাসব্যাপী বনায়ন কর্মসূচি শুরু করেছে ডিএনসিসি

টাইমস রিপোর্ট
2 Min Read
পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। ছবি: ডিএনসিসি

‘সবুজে ঢাকা, সুস্থ নগর’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তিন মাসব্যাপী একটি বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে থেকে কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, ‘শহরের ইকোসিস্টেম একবার ধ্বংস হলে তা ফিরিয়ে আনা কঠিন। গাছ লাগানোর পাশাপাশি তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি। সবুজ পরিসর বাড়িয়ে একটি বাসযোগ্য ঢাকা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ডিএনসিসি প্রশাসক জানান, এই বর্ষা মৌসুমে ৩ থেকে ৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সড়ক বিভাজক, পার্ক, কবরস্থান ও খালপাড়ে ইতিমধ্যেই ৭৭ হাজারের বেশি বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির গাছ লাগানো হবে।

বনায়ন কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ চালু করেছে ডিএনসিসি। নাগরিকরা www.thegreensavers.org/treehospital ওয়েবসাইট বা ০১৯০৯১১০৬০০ নম্বরে কল করে এই সেবা নিতে পারবেন।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও প্রশাসক বনানীতে ‘জিরো সয়েল’ কর্মসূচির উদ্বোধন করেন। এতে শহরের খোলা মাটি গাছে ঢেকে ফেলার মাধ্যমে ধুলা-দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা।

ডিএনসিসির এই উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, নাগরিক সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *