১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তকে। এরপর ১৯৯৫ সালেও মিঠুনের ‘ভাগ্যবিধাতা’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন এই দুই সুপারস্টার। ‘জেলার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’তে দেখা যাবে তাদের।
জানা গেছে, এরই মধ্যে ছবির কাজ শুরু হয়েছে। মিঠুনও অংশ নিয়েছেন শুটিংয়ে, চলতি সপ্তাহে যোগ দেবেন রজনীকান্ত। সব ঠিক থাকলে আগামী বছরেই বড় পর্দায় দেখতে পাওয়া যাবে ‘জেলার ২’।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’-এর প্রথম কিস্তি। বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় তৈরি হওয়া এই ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। ছবির শুটিং হচ্ছে চেন্নাই শহরসহ দেশের বিভিন্ন জায়গায়।