তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই উৎসবকে এগিয়ে নিতে ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, স্থানীয় বীর ও পরিবর্তনকারীর অবদানকে সম্মান করে, তা তুলে ধরার পাশাপাশি, ঐক্য ও সহযোগিতার চেতনাকে উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোগটিতে অংশগ্রহণের জন্য সাইন আপ করতে এবং একই সঙ্গে লেটেস্ট নিউজসহ বিভিন্ন ইভেন্ট আপডেট পেতে ভিজিট করুন: https://youth.cao.gov.bd/
তরুণরা প্রমাণ করেছে, পরিবর্তনের আলোয় দেশের উন্নয়ন সম্ভব। এখন সময় এসেছে, তারুণ্যের উদ্যমে ও উদ্ভাবনী শক্তিতে নতুন বাংলাদেশের স্বপ্নপূরণের। ব্যক্তি হিসেবে কিংবা নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে, দেশের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫-এ আপনাদের সক্রিয় অংশগ্রহণে অর্জন ও সাফল্যের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।