গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তবে সেখানে উপস্থিত হলে ক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে তিনি জরুরি বিভাগে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের গেট দিয়ে তিনি হাসপাতাল এলাকা ত্যাগ করেন।
সাক্ষীদের বরাতে জানা যায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে আসিফ নজরুল ঢামেকে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। তারা ভুয়া ভুয়া ধ্বনি দিতে থাকেন এবং তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পরে তিনি জরুরি বিভাগে গেলে বিক্ষোভ আরও তীব্র হয়। একপর্যায়ে নেতাকর্মীরা তাকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন। তবে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন নেতা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
তাদের অনুরোধে বিক্ষুব্ধ কর্মীরা হাসপাতালের ভেতর থেকে সরে গিয়ে জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নেন এবং বিক্ষোভ অব্যাহত রাখেন।