ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: টাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় যানচলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা।

যেসব দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন তার মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টির পরিবর্তন ইত্যাদি। দাবি আদায়ে পদযাত্রা করে শহরের হাজারী রোড দিয়ে মহাসড়কে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই হাজারী রোডে পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সোমবার থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ।

গত বছরের ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিলেন। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সবশেষ, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে আবারও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *