ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুমন (৪৫) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘সুমন কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢামেক নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
কারাগারের একটি সূত্র জানিয়েছে, মৃত সুমনের বাবার নাম আব্দুর রশিদ। তবে এছাড়া তার বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।