স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শাহজাহান মিয়া বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আকবর হোসেনের সই করা প্রজ্ঞাপনে শাহজাহান মিয়াকে পূর্বের অতিরিক্ত দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়।
বিগত সরকারের সময়কালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদটি বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল। ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে তিনি আরও তিন বছরের জন্য নিয়োগ পান। এরপর সরকার বদল হলে তিনি ১৪ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন।
গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।
তাকসিম সরে যাওয়ার পর কয়েকদিনের জন্য এমডি হিসেবে দায়িত্বপালন করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। কিন্তু তিনি বেশিদিন টিকতে পারেননি। সেপ্টেম্বর মাসে এ পদে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
সবশেষে রোববার এ দায়িত্বে আনা হয়েছে শাহজাহান মিয়াকে।