ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা বাণিজ্য মেলা নামে পরিচিত হবে। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনটি বিদেশি পণ্যের মান এবং সত্যতা নিয়ে উদ্বেগের জবাবে নেওয়া হয়েছে। কারণ, বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণের পরিবর্তে স্থানীয় এজেন্টদের মাধ্যমে অংশগ্রহণ করছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য উপস্থিতি উন্নত করার এবং তার বাণিজ্য প্রদর্শনীর বৈশ্বিক খ্যাতি বৃদ্ধি করার জন্য কৌশল নিয়ে আলোচনা করা হয়।
মেলার ব্র্যান্ডিং পরিবর্তনের উদ্দেশ্য এসব উদ্বেগ মোকাবেলা করা এবং মেলার আন্তর্জাতিক আবেদনকে শক্তিশালী করা।
নাম পরিবর্তনের পাশাপাশি, ২০২৫-২০২৬ বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন করেছে এবং ২০২৬-২০২৭ ক্যালেন্ডারের আংশিক অনুমোদন দিয়েছে।
কৌশলগত, তথ্যভিত্তিক একটি পন্থার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এটি নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসা বৃদ্ধির জন্য কার্যকরভাবে অংশগ্রহণ করা হবে।’
এ সময় ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ মেলার অনুমোদনও দেওয়া হয়, যা নভেম্বরে অনুষ্ঠিত হবে। এই উদ্যোগটি সরকারের বাজার বৈচিত্র্যকরণ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের রপ্তানি শিল্পের বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি করবে।
বিদেশে এই মেলাগুলোর প্রচার চালানোর জন্য বাংলাদেশের কূটনৈতিক চ্যানেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিদেশি অংশগ্রহণ বাড়ানো যায় এবং প্রদর্শিত পণ্যের মান নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
এই পরিবর্তনগুলো সরকারের বৈশ্বিক বাণিজ্য মঞ্চে বাংলাদেশের উপস্থিতি শক্তিশালী করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যোগ করেন তিনি।