বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মনোনয়ন দেন।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রেন্ট ক্রিস্টেনসেনের মনোনয়ন অনুমোদনের জন্য ইতোমধ্যে মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর সিনেট সদস্যদের অনুমোদনের পর নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সে হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের অনুমোদন পেলে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেবেন।
হোয়াইট হাউস জানায়, এর আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন।
গত ২০ জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সবশেষ ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস।