রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের তথ্য মিলেছে নানা মাধ্যমে।
রোববার সন্ধ্যায় ১১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি।’ সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরণের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলে জানান তিনি।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার রাজধানীতে অন্তত ৩০টি স্পটে ঝটিকা মিছিল করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে এসব মিছিল বের হয়। অল্প সময়ের মধ্যেই তারা মিছিল ছেড়ে মানুষের মাঝে মিশে যান।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে এ বিষয়ে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়েছে। তারমধ্যে ৩০ সেকেন্ডের একটা ভিডিওতে দেখা যায় মিছিলকারীরা ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের মুক্তির দাবি করছেন। তবে কখন কোথায় মিছিলটি হয়েছে সেটি স্পষ্ট জানা যায়নি।
সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর রোববার নেতাকর্মীরা রাজধানীর কয়েকটি স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করে। এরমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাওয়া মিছিল থেকে গুলিস্থানে ১১ জনকে আটক করে পুলিশ। অন্য এলাকায় আটকের সংবাদ জানা যায়নি।