ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের মিছিল

admin
By admin
1 Min Read
আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর ডেমরা ও মিরপুরে পুলিশের নজর এড়িয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ।

রোববার (২০ এপ্রিল) পৃথক এসব মিছিলে অংশগ্রহনকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচারের নামে প্রহসন বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেন।

ডেমরায় রোববার সকালে মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শান্ত নূর খান শান্ত। পাশের রায়ের বাগ ও সাইনবোর্ড এলাকাতেও মিছিল হয়। এতে ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পৃথক মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা।

ওদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *