ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৮

টাইমস রিপোর্ট
1 Min Read
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন রোগী।

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪.৯ শতাংশ পুরুষ এবং ৪৫.১ শতাংশ নারী।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৩১ হাজার ৪৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *