ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, পরিবহণ বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।